ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালিকবিহীন ৮৫টি ভারতীয় মোবাইল ফোন ও এক বোতল মদ জব্দ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাক থেকে। এ ছাড়া ১৬২ টন পাথরবোঝাই তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলের দিকে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি ও কাস্টমসের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।
এদিন বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ইয়ার্ডের ৪ নম্বর গেট এলাকায় চালকবিহীন তিনটি ট্রাকে অভিযান চালানো হয়।
এ সময় ট্রাকগুলোর চালকের কেবিনের ভেতরে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ৮৫টি মোবাইল ফোন পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জনাব, গোলাম কিবরিয়া। তিনি অভিযানে এসব জিনিস জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে কাস্টমসের পক্ষে নেতত্ব দেন স্থলবন্দর কাস্টমস ডেপুটি কমিশনার জনাব, প্রভাত কুমার সিং।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলে জানিয়েছেন লে. কর্নেল জনাব, গোলাম কিবরিয়া।