ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে চাঁদপুরের কচুয়ায় প্রাণ হারিয়েছে আদিবা ও ইভা নামের দুই শিশু। বৃহস্পতিবার উপজেলার গোহাট গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, এ দুই শিশুর মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশু আদিবা (৫) ও ইভা (৬) অন্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে নেমে পড়ে।
এ ঘটনার এক ঘণ্টা পর তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। তাদের বাবা কৃষক বাবুল হোসেন জানান, বসতঘরের পাশে পুকুর এবং সেখানে পাকা ঘাটে খেলতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।