ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আক্রান্ত এবং মৃত্যু বেড়েছে ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে। মারা গেছে ৭৯১ জন। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৮০ জন মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪২ লাখ ২৪ হাজার ১৭৪ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩৩ হাজার ৪৬১ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩১১ জন।
মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৬৯ হাজার ৭০ জন মানুষ। মারা গিয়েছিল ৪২৩ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৬৯১ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনের।