বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৩৯

ভোক্তা অধিকারের অভিযানে বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা : তদারকিমূলক অভিযানে বরিশাল নগরীর নথুল্লাবাদ ও পুলিশ লাইন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৮ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৯,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ৩১ মার্চ দুপুরে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব, অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক জনাবা, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাবা, সুমি রানী মিত্র।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন এপিবিএন-১০ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”