বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:২৩

গণহত্যা দিবসে ফরিদপুর নগরকান্দায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং শ্রদ্ধা।

ডেইলি ক্রাইম বার্তা : বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নে ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য জনাব, শাহদাব আকবর চৌধুরী লাবু। ২৫ মার্চ কালো রাত্রি পাক-হানাদার বাহিনীর নির্মল বুলেটের আঘাতে জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ মঈনুল হক, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু,কমিশনার জাকির হোসেন জাকারিয়া, আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”