ডেইলি ক্রাইম বার্তা : “দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার অংশ হিসেবে ২২শে মার্চ রোজ বুধবার সকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলায় নতুন পাকা বাড়ি পেল আরও ১৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ধাপের চতৃর্থ পর্যায়ে বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ২ লাখ ৮৪ হাজার ৫শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সকল পাকা বাড়ির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন দেশের বিভিন্নস্থানে ৭টি জেলার ও ১৫৯ টি উপজেলার মোট ৩৯৩৬৫টি পাকা বাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার শেষে গৌরনদী উপজেলার ১৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সদস্যদের মধ্যে পাকা বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বরিশাল জেলা প্রশাসক জনাব, মো.রফিকুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব, আশিষ কুমার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, পৌর আওয়ামিলীগ এর সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ১৫০ টি সুবিধাভোগী পরিবার, সমাজের সর্বস্তরের লোকজন এবং ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”