ডেইলি ক্রাইম বার্তা : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে বরিশালের গৌরনদীর আগৈলঝাড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার ১৬ই মার্চ ধর্মপ্রতিমন্ত্রী জনাব, মো.ফরিদুল হক খানের সভাপতিত্বে গনভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগৈলঝাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
উদ্বোধনী সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালের কথা বলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো.সাখাওয়াত হোসেন, উত্তর শিহিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম, দৃষ্টিপ্রতিবন্ধী সুমন হাওলাদার। ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়ার সেরাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুজ্জামান।
উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অব. জনাব, জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল সিটি মেয়র জনাব, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব, আব্দুল আউয়াল হাওলাদার, বরিশাল বিভাগীয় কমিশনার জনাব, মো.আমিন-উল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব, এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার জনাব, মো.সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জনাব, মো.জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার জনাব, মো.ওয়াহিদুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব, এ্যাড.তালুকদার মো.ইউনুসসহ প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”