ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত এক নারী (৪৫) এর লাশ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ড সাগর উপকূল থেকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার দক্ষিণ পাশ থেকে এই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশ।
সীতাকুন্ডের কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ চাঁন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যার দিকে স্হানীয় লোকজন তাদের সংবাদ জানান, কুমিরা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ পাশে এক নারীর লাশ পড়ে আছে। তখন আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রির্পোটের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
স্হানীয় লোকজন ধারণা করছে, গত কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে কুমিরা ঘাটঘর এলাকায় ঘুরাফিরা করছিল এই নারী এবং সে যে কোন ভাবে নদীতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারে। উদ্ধারকৃত অজ্ঞাত এ নারীর শরীরে একাধিক জামা-কাপড় পরিহিত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।