শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ৩:৪৪

পিস্তল ঠেকিয়ে ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যে পিস্তল ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনতাই করা হয়েছিল, সেটি ছিল খেলনা পিস্তল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি জনাব, স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের এক দিনের মধ্যে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় খোয়া যাওয়া মোবাইল ফোন, খেলনা পিস্তল ও আংশিক টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. আব্দুল গনির ছেলে মো. রনি, কুমড়াকান্দি গ্রামের মো. আ. সালামের ছেলে মো. ইমরান ও নছরউদ্দিন সরদার পাড়া গ্রামের চেনেরুদ্দিন ফকিরের ছেলে রুবেল ফকির। গতকাল সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।