ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ সপ্তাহ ২০২৩ আজ থেকে শুরু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
প্যারেডের অভিবাদন মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জনাব, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।
৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠান হবে। সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি জনাব, আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।