বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:৫১

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ফেন্সিডিলসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাঠের গুড়ার চারটি বস্তায় ভরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বড় মাদকের চালান আটক করেছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত মিট দ্য প্রেস-এ গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব, মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।
গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাট থেকে ঢাকায় পাচারের সময় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিলের চালানের সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশি করা হয়। এ সময় হলুদ-সবুজ রঙের ওই পিকআপ গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক করা হয়।