ডেইলি ক্রাইম বার্তা : যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের নগরকান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলার শহিদ নগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে বধ্যভূমি তে শহিদের প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র পুলিশ সুপার নগরকান্দা সার্কেল জনাব, আসাদুজ্জামান শাকিল, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল আযম প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসন নগরকান্দার পুলিশ প্রশাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন অংশ নেয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”