শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১:৫৭

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় কক্সবাজারে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া একই মামলায় আরও দুজনকে চার বছরের স্বশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজার আদেশ দেয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, রামু থানার দুটি মামলার আসামি মো. লালচান মোল্লা এবং রিপন চন্দ্রক ভৌমিক।
আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ জনাব, মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।