মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৫১

বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মো. গোলাম কিবরিয়া (৩০)। সে উপজেলার ১নং চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগ্যা গ্রামের মোজাহেরের বাড়ির মো. মোজাহের আহমদের ছেলে এবং স্থানীয় সমিতি বাজার মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।
শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
চরজব্বর থানার ওসি জনাব, দেব প্রিয় দাস এসব তথ্য নিশ্চিত করেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে শিক্ষক গোলাম কিবরিয়া নতুন একটি ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।